যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মিউজিক ফেস্টিভ্যালের পাশে গোলাগুলির ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারী জনাকীর্ণ জায়গাটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। শনিবার রাত সাড়ে আটটার দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

গ্রান্ট কাউন্টি শেরিফের মুখপাত্র কাইল ফোরম্যান বলেছেন, সন্দেহভাজন হামলাকারী আটক হওয়ার আগে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে। ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে তাকে আটক হয় সে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে তাকে।

এ ঘটনার সময় বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড ফেস্টিভ চলছিল। পরবর্তীতে সাধারণ মানুষকে সেখানে অংশ না নিতে আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

বোরবার সকালে আয়োজকদের পক্ষ থেকে মিউজিক ফেস্টিভ্যালের ওই দিনের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয়া হয়। বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড জানায়, গতরাতে ওভারফ্লো ক্যাম্পিং এলাকার ঘটনায় বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ডের দ্বিতীয় দিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।