কক্সবাজার শহরে দুই দিন ধরে এক স্কুলছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার চাতুরী এলাকার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার এ তথ্য জানান।

এর আগে সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মো. কামরুল এবং ধর্ষণের ঘটনাস্থল মমস গেস্ট হাউসের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা ১৮ ডিসেম্বর পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, আশিকসহ ৩-৪ জন যুবক ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে ‘জোর করে গাড়িতে তুলে’ নিয়ে যায়। পরে তাকে শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে মমস গেস্ট হাউসে নিয়ে ‘দুদিন আটকে রেখে ধর্ষণ’ করে।

র‌্যাব কর্মকর্তা খাইরুল বলেন, আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত ছিল। সোমবার রাতে মামলার প্রধান আসামি চট্টগ্রাম জেলার বাঁশখালীতে আত্মগোপন করছে খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। পরে আনোয়ারা থেকে আশিককে গ্রেফতার করে। তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।