করোনার কবলে পড়েছেন নুসরাত ফারিয়া। আক্রান্ত নন, ভাইরাসটির কারণে বাতিল হয়েছে তার চার-চারটি ইন্টারন্যাশনাল শো।

মূলত অনুষ্ঠানগুলোতে তার গাওয়া ও নাচের কথা ছিল।

জানা যায়, আগামী ২১ জানুয়ারি থেকে টানা চার দিন ভারতের চারটি এলাকায় শোয়ে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি এ নায়িকা-গায়িকার।

কিন্তু ওমিক্রনের প্রকোপে এগুলো বাতিল করেছেন আয়োজকরা। এসব আয়োজনের ভেন্যু হলো, পশ্চিমবঙ্গের মন্দারমনি, কলকাতা, নন্দীগ্রাম ও বোলপুর।

ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে উৎসব হওয়ার কথা ছিল। সেখানেই আগামী শুক্র, শনি, রবি ও সোমবার আমার পারফর্ম করার কথা ছিল। কিন্তু ওদের ওখানে বিধিনিষেধ দিয়ে দিয়েছে, এখন উৎসব করা যাবে না। এমনকি শুটিংয়েও রেসট্র্রিকশন এসেছে। তাই আয়োজকরা সব শো বাতিল করেছেন। বলা যায় নতুন বছরে এটা আমার জন্য স্যাড নিউজ।’

তিনি জানান, আপাতত বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করছেন। আগামী কয়েকদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। এছাড়া আগামী দুই বছরের জন্য ক্লিয়ার ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। কাজ করবেন তাদের সঙ্গেও।