চিত্রনায়িকা শাবনুর করোনা আক্রান্ত হয়ে বর্তমান অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি আছেন। এবার শাবনুরের ছেলে আইজানও করোনায় আক্রান্ত হয়েছে। জানা গেছে, শাবনুরের ছেলে বাসাতে আইসোলেশনে আছে।

সূত্র জানিয়েছে, ছেলের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদগ্রীব হয়ে আছেন শাবনুর। গত ২৯ ডিসেম্বর ছিল আইজানের জন্মদিন। ওই সময় হাসপাতালে থাকায় ছেলের কাছে থাকতে পারেননি তিনি। এ নিয়েই মন খারাপ ছিল তার। এখন ছেলের করোনা হওয়ার খবর শুনে তিনি বেশ ভেঙে পড়েছেন। হাসপাতালে অবস্থান করা শাবনুর ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে করোনা আক্রান্ত শাবনুরের শারীরিক অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। শিগগিরই তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন।

গত ২৭ ডিসেম্বর পিঠের ব্যথা নিয়ে হাসপাতালে যান শাবনুর। সেখানে তাকে করোনা পরীক্ষা করতে বলা হয়। আর সে পরীক্ষায় তিনি জানতে পারেন, প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরের দিন শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে ভর্তি হন তিনি।