শেষ পর্যন্ত বাঁচানো গেল না যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিমকে। দীর্ঘদিন করোনায় আক্রান্ত থাকার পর আজ মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
স্বজনরা জানান, আরিফুল ইসলাম ডালিম করোনা আক্রান্ত হলে ২৩ জুলাই তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সড়কপথে আজ ঢাকায় আনা হচ্ছিলো তাকে। দুপুর নাগাদ সাভারের আমিনবাজার এলাকায় পৌঁছালে হার্ট অ্যাটাক হয় আরিফুল ইসলামের। দ্রুত নেয়া হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফ্লোরিডা বাংলা টিভি ও এফবি নিউজ পরিবার। এক শোক বার্তায় এফবি নিউজ এর সম্পাদক ও প্রকাশক টিটন মল্লিক সাংবাদিক ডালিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
কর্মজীবনে যমুনা টেলিভিশনের পাশাপাশি দেশ রূপান্তর এবং ইউএনবির স্থানীয় প্রতিনিধি ছিলেন আরিফুল ইসলাম ডালিম। ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।