যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রবিবার (২৩ জানুয়ারি) কোভিড ১৯ এর টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে হাজার হাজার লোক বিক্ষোভ সমাবেশ করেছে। টিকা নেওয়ার বাধ্যতামূলক নীতিকে অত্যাচার হিসেবে উল্লেখ করেছেন তারা।

সমাবেশে বক্তারা কোভিড টিকার বাধ্যতামূলক নীতির বিরুদ্ধে একের পর এক বক্তৃতা দেয়। কেউ কেউ একে হলোকাস্টের সঙ্গে তুলনা করে। আবার কোন বক্তা বলেছে, স্বাধীনতা ও বাধ্য করার নীতি একসাথে যায় না। তেল আর জল একসাথে মেশে না।

আরও এক বক্তা বলেছে, বাধ্য করার নীতি যথাযথ নয়। টিকা কাজ করছে না। টিকা সম্পর্কে আমাদের মিথ্যা বলা হয়েছে। তারা আরও বলেন, টিকা সাধারণত চমৎকার। এটি লাখ লাখ লোকের জীবন বাঁচাচ্ছে। কিন্তু বাধ্যতামূলক করার বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক।

সমাবেশে অনেককে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বিরোধী পোস্টার বহন করতে দেখা গেছে। এছাড়া কারো কারো হাতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পতাকা ছিল।