কানাডার ক্যালগেরির স্ক্যান্দিনাভিয়ান সেন্টারে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। কানাডার স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ‘আমরা সবাই’ এর উদ্যোগে এ পূজা উদযাপিত হয়।
পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। করোনাকালে এবারের সরস্বতী পূজার আয়োজন ছিল সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে। পূজার আনুষ্ঠানিকতার বাইরে অন্য কোনো আড়ম্বরতা ছিল না। মেলা ও ধর্মীয় আলোচনা সভা কিংবা জনসমাগম হয় এমন আয়োজন এড়িয়ে চলা হয়।
স্ক্যান্দিনাভিয়ান সেন্টারের পূজামণ্ডপে সরস্বতী পূজার পূজা শুরু হয় সকাল সাড়ে ১১টায়। পুষ্পাঞ্জলি প্রদান করা হয় দুপুর ১টায় এবং প্রসাদ বিতরণ করা হয় বেলা দেড়টায়।
এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক বিধি নিষেধ ও সর্তকতা পালন করা হয়। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘরোয়াভাবে পূজার আয়োজন করে।
‘আমরা সবাই’ এর সভাপতি রুপক দত্ত বলেন, বিদ্যার দেবী সরস্বতী সারাবিশ্বে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে, নির্মূল হবে অজানা শত্রু করোনা- আজকের এই দিনে এমনটাই আমাদের প্রত্যাশা।
ক্যালগেরির সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ‘বঙ্গীয় পরিষদের’ ট্রাস্টি কিরণ বণিক শংকর জানান, কোভিড-১৯ এখনও শেষ হয়ে যায়নি। স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এ বছর আমরা ঘরোয়াভাবে স্বরস্বতী পূজা করছি। করোনা মুক্ত হয়ে উঠুক পৃথিবী- দেবীর কাছে আমাদের এটাই এখন মূল প্রার্থনা।