চলচ্চিত্র দুনিয়ার গুরুত্বপূর্ণ আয়োজন কান উৎসবের ৭৫তম আসরের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে রাশিয়া ও ইউক্রেনের ছবি। দুই দেশের মধ্যে যুদ্ধ চলমান থাকায় বিষয়টি আলাদাভাবে আলোচিত হচ্ছে।
প্রতিযোগিতা শাখায় স্বর্ণপামের জন্য লড়বে রাশিয়া থেকে নির্বাচিত দেশটির পরিচালক কিরিল সেরেব্রেনিকভের “চাইকোভস্কি’স ওয়াইফ”। আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত হয়েছে ইউক্রেনের মাকজিম নাকোনেশনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ফলে ক্যামেরা দ’র পুরস্কারের দৌড়ে থাকছেন তিনি। কান উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমোঁ মনে করেন, ছবিটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এর প্রেক্ষাপট ইউক্রেনের ডনবাস অঞ্চল।
স্পেশাল স্ক্রিনিংস শাখায় জায়গা পেয়েছে ইউক্রেনের সার্গেই লোজনিৎজা পরিচালিত ‘দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ডেসট্রাকশন’।
সংবাদ সম্মেলনে কান উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমোঁ ও বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউরসংবাদ সম্মেলনে কান উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমোঁ ও বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউর
ফ্রান্সের রাজধানী প্যারিসের শ্যঁজেলিজির ইউজিসি নর্ম্যান্ডি প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকাল ৩টায় কানের ৭৫তম আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করেন থিয়েরি ফ্রেমোঁ ও কান উৎসবের বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউর। সংবাদ সম্মেলনটি সরাসরি দেখানো হয় কানের ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেসবুক পেজে।
স্বর্ণপামের জন্য এবার প্রতিযোগিতা শাখায় লড়বে মোট ১৮টি ছবি। এরমধ্যে নারীরা পরিচালনা করেছেন তিনটি। এগুলো হলো ফ্রান্সের ক্লেয়ার ডেনির ‘স্টারস অ্যাট নুন’, ভালেরিয়া ব্রুনি তেদেস্কির ‘দ্য আলমন্ড ট্রি’ এবং যুক্তরাষ্ট্রের কেলি রাইকার্ড পরিচালিত ‘শোয়িং আপ’।
প্রতিযোগিতা শাখার অন্যতম আকর্ষণ কানাডার ডেভিড ক্রনেনবার্গ পরিচালিত ‘ক্রাইমস অব দ্য ফিউচার’। এতে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট, জেমস বন্ড তারকা লেয়া সেদ্যু এবং ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির অভিনেতা ভিগো মর্টেনসেন।
দু’বার স্বর্ণপাম জয়ী বেলজিয়ান ভ্রাতৃদ্বয় জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেনের ‘টরি অ্যান্ড লকিটা’ আছে প্রতিযোগিতা শাখায়। একবার করে স্বর্ণপাম জয়ী রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনজিউ পরিচালত ‘আরএমএন’, সুইডেনের রুবেন অস্টলান্ডের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ এবং জাপানের কোরি-ইদা হিরোকাজুর ‘ব্রোকার’ থাকছে স্বর্ণপামের দৌড়ে।
এশিয়া থেকে প্রতিযোগিতা শাখায় আরও আছে দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান-উক পরিচালিত ‘ডিসিশন টু লিভ’। আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত হয়েছে পাকিস্তানের সায়েম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’। স্পেশাল স্ক্রিনিংস শাখায় রয়েছে ভারতের শৌনাক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রেদস’।
আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত ১৫টি ছবির মধ্যে ৫টি পরিচালনা করেছেন নারীরা। মূল প্রতিযোগিতা এবং আঁ সার্তে রিগা ছাড়া বাকি কোনও শাখায় নারী পরিচালকদের ছবি নেই।
এবার জমা পড়া ২ হাজার ২০০ ছবির মধ্য থেকে অফিসিয়াল সিলেকশন চূড়ান্ত হয়েছে। এবারের আসরে ৩৫ হাজার সংবাদকর্মীকে অ্যাক্রেডিটেশন দিয়েছে আয়োজকরা।
তবে প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান কে হবেন তা নিয়ে কিছু জানায়নি আয়োজকরা। এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারও প্রকাশ হয়নি এখনও।
২০২০ সালে করোনা মহামারির কারণে কান উৎসব বাতিল হয়। গত বছর জুলাইয়ে স্বল্প পরিসরে উৎসবটি হয়েছে। ৭৫তম আসরের মাধ্যমে স্বাভাবিকভাবে মে মাসে ফিরছে কান। আগামী ১৭ মে উৎসবের উদ্বোধনী দিনে দেখানো হবে প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত ফ্রান্সের মিশেল আজানাভিসুসের ‘ফাইনাল কাট’। ১২ দিনের এই মহাআয়োজন শেষ হবে ২৮ মে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা।
প্রতিযোগিতা শাখার বাইরের আকর্ষণ হলিউড সুপারস্টার টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’, টম হ্যাঙ্কস অভিনীত ‘এলভিস’ এবং জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’।
৭৫তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশন
প্রতিযোগিতা শাখা
হলি স্পাইডার
আলি আব্বাসি (ইরান)
লেইলা’স ব্রাদারস
সায়ীদ রুস্তাই (ইরান)
দ্য আলমন্ড ট্রি
ভালেরিয়া ব্রুনি তেদেস্কি (ফ্রান্স)
স্টারস অ্যাট নুন
ক্লেয়ার ডেনি (ফ্রান্স)
ব্রাদার অ্যান্ড সিস্টার
আহনু দিপ্লিশাঁ (ফ্রান্স)
টরি অ্যান্ড লকিটা
জ্যঁ-পিয়েরে দারদেন এবং লুক দারদেন (বেলজিয়াম)
ক্লোজ
লুকাস ডোন্ট (বেলজিয়াম)
ট্রায়াঙ্গেল অব স্যাডনেস
রুবেন অস্টলান্ড (সুইডেন)
বয় ফ্রম হ্যাভেন
তারিক সালেহ (সুইডেন)
আরমাগেডন টাইম
জেমস গ্রে (যুক্তরাষ্ট্র)
শোয়িং আপ
কেলি রাইকার্ড (যুক্তরাষ্ট্র)
ক্রাইমস অব দ্য ফিউচার
ডেভিড ক্রনেনবার্গ (কানাডা)
ব্রোকার
কোরি-ইদা হিরোকাজু (জাপান)
ডিসিশন টু লিভ
পার্ক চ্যান-উক (দক্ষিণ কোরিয়া)
নস্টালজিয়া
মারিও মারতোনে (ইতালি)
আরএমএন
ক্রিস্টিয়ান মুনজিউ (রোমানিয়া)
হি-হান
ইয়াজি স্কলিমোস্কি (পোল্যান্ড)
চাইকোভস্কি’স ওয়াইফ
কিরিল সেরেব্রেনিকভ (রাশিয়া)
আঁ সাঁর্তে রিগা
অল দ্য পিপল আই উইল নেভার বি
ডাবি হোও (কম্বোডিয়া)
দ্য ওর্স্ট
লিজ আকোরা এবং রোমান গিউরে (ফ্রান্স), প্রথম চলচ্চিত্র
রোডিও
লোলা কিভোরন (ফ্রান্স), প্রথম চলচ্চিত্র
বিস্ট
রাইলি কিয়াও এবং জিনা গামেল (যুক্তরাষ্ট্র), প্রথম চলচ্চিত্র
বার্নিং ডেজ
ইমিন আলপাশ (তুরস্ক)
করসেজ
মারি ক্রুয়েৎজার (অস্ট্রিয়া)
ডমিঙ্গো অ্যান্ড দ্য মিস্ট
আরিয়েল এসকালান্তে মেচা (কোস্টারিকা)
জয়ল্যান্ড
সায়েম সাদিক (পাকিস্তান), প্রথম চলচ্চিত্র
মেট্রোনম
আলেকসান্দ্রু বেল্ক (রোমানিয়া), প্রথম চলচ্চিত্র
প্ল্যান সেভেনটি ফাইভ
হায়াকাওয়া চিয়ে (জাপান), প্রথম চলচ্চিত্র
সিক অব মাইসেলফ
ক্রিস্তোফের বর্গলি (নরওয়ে)
দ্য সাইলেন্ট টুইনস
আগনিয়েস্কা স্মোকসিনস্কা (পোল্যান্ড)
দ্য স্ট্রেঞ্জার
থমাস এম. রাইট (অস্ট্রেলিয়া)
গডল্যান্ড
সিনুশ হালমাসন (আইসল্যান্ড)
বাটারফ্লাই ভিশন
মাকজিম নাকোনেশনিয়ে (ইউক্রেন), প্রথম চলচ্চিত্র
প্রতিযোগিতা শাখার বাইরে
এলভিস
বাজ লারম্যান (যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া)
ফাইনাল কাট
মিশেল আজানাভিসুস (ফ্রান্স)
মাসকারাড
নিকোলা বেদ্যুস (ফ্রান্স)
নভেম্বর
সেদ্রিক হিমেনেজ (ফ্রান্স)
থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং
জর্জ মিলার (অস্ট্রেলিয়া)
টপ গান: ম্যাভেরিক
জোসেফ কসিনস্কি (যুক্তরাষ্ট্র)
মিডনাইট স্ক্রিনিংস
স্মোকিং মেকস ইউ কফ
কনথন দ্যুপিউ (ফ্রান্স)
হান্ট
লি জং-জে (দক্ষিণ কোরিয়া)
মুনেজ ডেড্রিম
ব্রেট মরগেন (যুক্তরাষ্ট্র)
স্পেশাল স্ক্রিনিংস
অল দ্যাট ব্রেদস
শৌনাক সেন (ভারত)
দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ডেসট্রাকশন
সার্গেই লোজনিৎজা (ইউক্রেন)
জেরি লি লুইস: ট্রাবল ইন মাইন্ড
এথান কোয়েন (যুক্তরাষ্ট্র)
কান প্রিমিয়ার
দোদো
পানো এইচ. কোত্রাস (গ্রিস)
ইরমা ভেপ
অলিভিয়ের অ্যাসাইয়াস (ফ্রান্স)
আওয়ার ব্রাদার্স
রাশিদ বুশারেব (ফ্রান্স)
নাইটফল
মার্কো বেলোচ্চিও (ইতালি)