যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে টানা ২৪টি কনসার্ট স্থগিত হলো অ্যাডেলের। দুই সপ্তাহ আগে এই ঘোষণা নিজেই জানালেন কাঁদতে কাঁদতে। অবশেষে গায়িকার মুখে হাসি ফিরেছে। ব্রিট অ্যাওয়ার্ডসে সংগীত পরিবেশন করবেন তিনি। আগামী ৮ ফেব্রুয়ারি লন্ডনের ওটু এরেনায় থাকছে এই আয়োজন।
১৫টি গ্র্যামিজয়ী অ্যাডেল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বলেছেন, ‘আগামী সপ্তাহে ব্রিট অ্যাওয়ার্ডসে গাইবো, এজন্য আমি সত্যিই খুশি।’
ওটু এরেনা মঞ্চেই ২০১১ সালে ব্রিট অ্যাওয়ার্ডসে ‘সামওয়ান লাইক ইউ’ গানটি পরিবেশন করেন অ্যাডেল। ধারণা করা হয়, সেটাই ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।
গানের টানে আমেরিকায় থাকা অ্যাডেল যুক্তরাজ্যে ফিরে গান শোনানোর পাশাপাশি বিবিসি’র ‘দ্য গ্রাহাম নর্টন শো’তে সাক্ষাৎকার দেবেন। এজন্য মুখিয়ে থাকার অনুভূতি জানিয়েছেন তিনি। এর সঙ্গে ৩৩ বছর বয়সী এই তারকা যোগ করেছেন, ‘রিচ তার ভালোবাসা পাঠিয়েছে।’
গুঞ্জন রয়েছে, মার্কিন ক্রীড়া এজেন্ট রিচ পলের সঙ্গে অ্যাডেলের মধুর সম্পর্কে টানাপোড়েন চলছে। এ কারণে তিনি এই প্রতিক্রিয়া দেখালেন। কিছু ট্যাবলয়েডে উল্লেখ করা হয়েছে, প্রেমে যাতনার কারণেই লাস ভেগাসের ২৪টি কনসার্ট শুরুর আগেই পিছিয়ে দিয়েছেন এই ব্রিটিশ গায়িকা। কিছু প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, শিল্প নির্দেশনা নিয়ে ঝামেলা বেঁধে যাওয়ায় তার অন্য উপায় ছিল না।
গত মাসে ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় কনসার্ট পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন অ্যাডেল। তখন তার চোখ ছলছল করেছে। গলা ছিল ভারী। তিনি দাবি করেন, তার সংগীত দলের কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এরপর এখন পর্যন্ত নতুন দিনক্ষণ জানাননি তিনি।
এবারের ব্রিট অ্যাওয়ার্ডসে মোট চারটি মনোনয়ন পেয়েছেন অ্যাডেল। অ্যালবাম অব দ্য ইয়ার শাখায় রয়েছে তার ‘থার্টি’। এ অ্যালবামের গান ‘ইজি অন মি’ মনোনয়ন পেয়েছে সং অব দ্য ইয়ার শাখায়। এছাড়া আর্টিস্ট অব দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডেল। যদি চারটি পুরস্কারই তিনি জেতেন তাহলে গায়ক রবি উইলিয়ামসের পাশাপাশি সবচেয়ে বেশি (১৩টি) ব্রিট অ্যাওয়ার্ডস পাওয়া হবে তার।