পরপর দুই দফা শক্তিশালী বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। যেটি কাবুল বিমানবন্দর নামে পরিচিত। আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। নারী ও শিশুদের হাসপাতালে নিয়ে ছুটেছেন প্রত্যক্ষদর্শীরা। পেন্টাগন বলছেন, বিস্ফোরণে মার্কিন নাগরিকও হতাহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে ঘটে কাবুল বিমানবন্দরের প্রবেশমুখে। বাইরে গোলাগুলি হয় বলে জানায় একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, আবে গেটের সামনেই বিস্ফোরণ ঘটে।
তিনি নিশ্চিত করেন, হোটেল ব্যারন অথবা এর কাছে একটি বিস্ফোরণ ঘটে। সেখানে অনেকেই হতাহত হয়েছেন। এই মুহূর্তে মার্কিন নাগরিকদের বিমানবন্দরে আসা এবং গেটগুলো এড়িয়ে চলতে পরার্মশ দেওয়া হচ্ছে।
এদিকে আহত অনেককেই হাসপাতালের দিকে নিতে দেখা গেছে। কারও অবস্থা গুরুতর। তালেবান সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করেনি গোষ্ঠীটি।
এ ঘটনা অবগত করা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে। পর্যবেক্ষণ করছেন তিনি।
কাবুল বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলছেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। দেশটির সার্বিক অবস্থা গভীর অবনতি হয়েছে’। বিমানবন্দরের আশপাশকে অত্যন্ত বিপজ্জনক অ্যাখা দিয়েছেন ম্যাক্রোঁ। অনেকেই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।