আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়ি, নৈরাজ্য ও বিশৃঙ্খলার কারণে ৭ জন নিহত হয়েছেন। তালেবান দেশটির শাসনক্ষমতা গ্রহণের পর সাধারণ আফগানদের মধ্যে সৃষ্ট আতঙ্কে দেশ ছাড়ার হিড়িকের মধ্যেই এই ঘটনা ঘটল।

রোববার এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্স জানায়, জঙ্গি তালেবানরা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে তালেবান বিরোধী পুরুষদের হত্যা ও নারীদের ধর্ষণ করছে। ফলে জীবন বাঁচাতে শত শত মানুষ একসঙ্গে বিমানবন্দরে গিয়ে যে কোনভাবে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। এর ফলেই তৈরি হচ্ছে নৈরাজ্য ও বিশৃঙ্খলা। তালেবানরা এসব মানুষকে পথে পথে আটকেও দিচ্ছে।

সূত্র-রয়টার্স