ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নীতিনির্ধারণের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনায় ‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট  ভ্লদিমির পুতিন।

বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে গঠিত একটি নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হচ্ছে তার জবাব দিতেই এ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন পুতিন।

এর আগে গত ২১ নভেম্বর পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে প্রথমবারের মতো ওরেশনিক ব্যবহার করে হামলা চালিয়েছিল রাশিয়া। এতে কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি হয়। পরে পুতিন বলেছিলেন, ওরেশনিকের পরীক্ষা ছিল সফল এবং তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এমন ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে না। এটা অসম্ভব।

বৃহস্পতিবারের এ ভাষণে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ বলে অভিহিত করেন পুতিন। বলেন,  ট্রাম্প ইউক্রেন সমস্যা সমাধান করার সামর্থ্য রাখেন। তবে কী ধরনের সমাধান, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। এমন সময় পুতিন এ মন্তব্য করলেন, যখন রিপাবলিকান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর উত্তেজনা বাড়ছে।