ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম পাশে অলিগলিতে অবস্থান নিয়েছে রাশিয়ার যুদ্ধ ট্যাংক। খবর সিএনএনের। রাশিয়ান সেনাদের ট্যাংক নিয়ে অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ট্যাংকগুলো সুউচ্চ ভবনের আশেপাশে দাঁড়িয়ে আছে।

সিএনএন জানিয়েছে, তারা খতিয়ে দেখেছে ভিডিওটি রাজধানী কিয়েভের পশ্চিমে অবস্থিত ইরপিনের একটি জনবহুল এলাকার। এই ইরপিনে রোববার ও সোমবার ব্যাপক গোলাবর্ষণ করে রুশ সেনারা। তাদের চালানো হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ প্রাণ হারান।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই রাজধানী কিয়েভের দখল নিতে চাইছে রাশিয়া। কিন্তু ইউক্রেনের সাধারণ জনগণ ও সেনাদের প্রতিরোধের মুখে রাজধানীতে পৌঁছাতে পারেনি তারা।

প্রথমদিকে রাশিয়ার পরিকল্পনা ছিল হামলা করেই সবার আগে কিয়েভের দখল নেবে। কিন্তু তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এরপর রুশ কমান্ডাররা তাদের পরিকল্পনায় পরিবর্তন আনেন। বর্তমানে তারা ইউক্রেনের অন্য বড় শহরগুলো দখলে নেওয়ার চেষ্টা করছে।

কিন্তু কিয়েভের দখল নেওয়ার ব্যাপারে হাল ছাড়েনি তারা। চারদিক থেকে রাজধানীকে ঘিরে রেখেছে। ফলে যে কোনো সময় রুশদের হাতে কিয়েভের পতন ঘটতে পারে।