ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আজ শনিবার কিয়েভে দুটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত করে কিয়েভে। তবে ক্ষেপণাস্ত্র দুটির লক্ষ্যস্থল সম্পর্কে জানা যায়নি।

কিয়েভের সিটি সরকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র গিয়ে আবাসিক ভবনে আঘাত হানে।

রয়টার্স জানিয়েছে, রাজধানীর ঝুলিনিয়ারি বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানে।
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের দাবি, এই সংঘাতে রাশিয়ার ৩,৫০০ সৈন্য প্রাণ হারিয়েছে।