News বা সংবাদের অর্থ হলো ‘নতুন কিছু’। অর্থ্যাৎ সংবাদ হতে হলে ঐ বিষয়টিকে অবশ্যই নতুন হতে হবে। সেই সঙ্গে সংবাদের উপাদানও থাকতে হবে। সংবাদকে বলা হয় ‘পচনশীল’। অর্থ্যাৎ ঘটে যাওয়া সংবাদ দ্রুত পাঠকের সামনে নিয়ে আসতে না পারলে, সেই সংবাদ পচে যায় বা উপযোগিতা হারায়। সে কারণে দ্রুত ও তাৎক্ষণিক সংবাদ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই যেকোন সংবাদমাধ্যম সফল হতে পারে। আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই চ্যালেঞ্জটা আরও বেশি। ফলে নতুন একটি গণমাধ্যম প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদেরকেও বিষয়টি মাথায় রাখতে হয়েছে।

আমাদের শ্লোগান ‘সচল সংবাদ সবসময়’। অর্থ্যাৎ সংবাদের চলমান ধারার মধ্যে আমরা থাকতে চাই। পাঠককে রাখতে চাই এগিয়ে। নতুন ঘটনা বস্তুনিষ্ঠভাবে দ্রুত পাঠকের কাছে পৌছে দিতে চাই। এখন প্রশ্ন হচ্ছে কি থাকছে এফবি নিউজে? আমরা গুরুত্ব দিতে চাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সব সংবাদকে। বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। বিশেষ করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের কথা বলতে চাই। তাদের সাফল্যের কথা বলতে চাই; বলতে চাই দু:খ-কষ্ট আর বেদনার কথাও। যুক্তরাষ্ট্রের সংবাদ অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশিত হবে। সেইসঙ্গে ফ্লোরিডার সংবাদ প্রাধান্য পাবে। থাকবে নিউইয়র্কসহ অন্য স্টেটগুলোর খবরও। চলতি বিশ্ব, অর্থ বাণিজ্য, খেলাধুলার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হবে। সাহিত্য, বিনোদন এবং বিচিত্র সংবাদ থাকবে। আর ‘আপনার পাশে’ কলামে পাঠকদেরকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য দেয়া হবে। যেমন: শিক্ষা, চাকুরি, বাড়ি কেনা-বেচা, অভিবাসন, স্বাস্থ্যসেবা ইত্যাদি। মতামত কলামে লিখবেন দেশ-বিদেশের বিশিষ্টজনেরা। থাকবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া প্রকাশেরও সুযোগ। ছবিঘর কলামে ছবিনির্ভর সংবাদ-ফিচার।

এফবি নিউজ একটি চমক নিয়ে আপনাদের পাশে থাকবে, সেটা হচ্ছে ফ্লোরিডার প্রথম বাংলা ভাষার টেলিভিশন এফবি টিভির সরাসরি সম্প্রচার যুক্ত থাকবে আমাদের পোর্টালে। ফলে তথ্য ও বিনোদনের ভীন্ন একটি মাত্রাও যুক্ত থাকছে। তা ছাড়া সর্বশেষ সংবাদের জন্যে বিশেষ একটি আয়োজনও থাকছে। এককথায় বলতে গেলে, পাঠকের চাহিদার কথা মাথায় রেখে আমরা সাজিয়েছি এফবি নিউজকে। আমাদের সঙ্গেই থাকুন।

মিথাড খান
নির্বাহী সম্পাদক
www.fbnews247.com