কুমিল্লায় হত্যার দায়ে দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮শে জুলাই বিকেলে বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আবদুল করিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর চারদিন পর দোসরা আগস্ট দুপুরে হোমনার তিতাস নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে হোমনা থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেয়