পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কিশোর নাবিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১৩ ঘন্টা পর শুক্রবার রাত বারোটার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সকাল এগারোটার দিকে সৈকতের একই স্থানে সে নিখোঁজ হয়। মৃত নাবিল কলাপাড়া পৌর শহরের মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

কলাপাড়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নাবিলের মরদেহ ভেসে ওঠে। তখনই মরদেহ উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, উদ্ধারের পর সুরতহাল শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।