ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন।
ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহের উপস্থিতিতে এ নিলামে অংশ নিয়েছে ১০ ফ্রাঞ্চাইজি। নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে এবার যুক্ত হয়েছে গুজরাট টাইটানস ও লক্ষনউ সুপার জায়ান্টস।
ইতোমধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তারকাদের দলে ভেড়ানো শুরু করেছে ফ্রাঞ্চাইজিরা।
এখন পর্যন্ত পাওয়া খবরে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার ও অসি অলরাউন্ডার প্যাট কামিন্সকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
শ্রেয়াসকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে এবং প্যাট কামিন্সকে ৭ কোটি ২৫ লাখে কিনল শাহরুখের দল।
নিউজিল্যান্ডের দ্রুতগতির পেসার ট্রেন্ট বোল্টকে ৮ কোটি রুপিতে এবং ভারত দলের সেরা স্পিন-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে ৫ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়ালস।
প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে ৯ কোটি ২৫ লাখে কিনেছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। ভারত দলের মারকুটে ব্যাটার শিখর ধাওয়ানকেও কিনেছে দলটি।
শিখরকে নিয়ে দিল্লি এবং রাজস্থানের মধ্যে লড়াই হয়। নিলামে ৮ কোটি ২৫ লাখে শিখরকে জিতে নেয় পাঞ্জাব।
নতুন দল গুজরাট টাইটানসে ভিড়েছেন ভারতীয় পেসারমহাম্মদ শামি। ৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনল দলটি।
নতুন দল লখনউয়ে গেলেন প্রোটিয়া তারকা কুইন্টন ডি’কক। ৬ কোটি ৭৫ লাখে বিক্রি হলেন তিনি।
আরেক প্রোটিয়া ফাফ ডুপ্লেসিকে ৭ কোটি রুপিতে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
এবারের আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। তারা হচ্ছেন – সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
এবারের নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।
আজ হবে ১৬১ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ।