ঢাকাসহ সারাদেশের কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়া ব্যাব্যসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ দর নির্ধারণ করা হয়।

বৈঠকে বলা হয় ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৪০-৪৫ টাকা এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৩-৩৭ টাকা। খাসি সারাদেশে ১৫-১৭ টাকা, বকরি সারাদেশ ১২-১৪ টাকা দর নির্ধারিত করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ, কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি মাহিন আহমেদসহ চামড়া ব্যাবসায়ীরা।

প্রসঙ্গত ঈদুল আজহার চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২১ জুলাই কোরবানির ঈদ পালিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির পশুর দর নির্ধারণ করে দেওয়া হলো।