মনোযোগী একদল শ্রোতার সামনে একের পর এক সংগীত পরিবেশন করে যাচ্ছেন এক শিল্পী। শ্রোতারাও নিবিষ্ট মনে শুনে যাচ্ছেন সেই গান। তবে এই শ্রোতা কিন্তু মানুষ নয়, একদল গরু।
ডেনমার্কে আয়োজিত এই অভিনব কনসার্টের পেছনের কারণটাও কিন্তু কম চমকপ্রদ নয়। করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে বন্ধ রয়েছে সিনেমা হল থেকে শুরু করে কনসার্টের মতো যে কোনো জনসমাবেশ। তাই বলে তো আর কাজ থেমে নেই। তবে কনসার্টের জন্য শ্রোতা পাওয়া তো আর সম্ভব নয়। তাই শ্রোতা হিসেবে একদল গরুকেই বেছে নিয়েছেন ডেনমার্কের এই শিল্পী।
এ ব্যাপারে জ্যাকব শ নামে ওই শিল্পী বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি মনে করি গরুর জন্য গান গাওয়া আমার ক্যারিয়ারের ধারাবাহিকতাই একটা অংশ। ধ্রুপদী সংগীতকে কনসার্ট হলের বাইরে নিয়ে আসার জন্য সব সময়ই আমার মধ্যে উৎসাহ কাজ করে।
এই লক্ষ্যেই বার্সেলোনার মার্শাল অ্যাকাডেমির অধ্যাপক ব্রিটিশ বংশোদ্ভূত এই সংগীত শিল্পী কোপেনহেগেন থেকে একটু দূরের গ্রামগুলোতে এই অভিনব কনসার্টের আয়োজন করেছেন।
৩০ বছর বয়সী এই তরুণ সংগীত শিল্পী জানান, করোনাকালে তো আর মানুষকে গান শোনানো সম্ভব নয়। তাই আমরা গান শোনানোর জন্য পশুদের বেছে নিয়েছি।
তবে প্রশ্ন উঠতে পারে শ্রোতা হিসেবে কেমন গরুরা? এ ব্যাপারে জ্যাকব জানান, শ্রোতা হিসেবে তারা ভীষণ শান্ত আর মনোযোগী। প্রথমবার শোনানোর পর তারা গানগুলো পছন্দ করেছে। তাই আমরা কনসার্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই।
এমনকি গরুদের নিজস্ব পছন্দও আছে বলে জানান জ্যাকব। গানের বিভিন্ন পর্যায়ে তারা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়।
গরুদের জন্য কনসার্টের আয়োজন করে জ্যাকবের এতোই ভালো লেগেছে যে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কনসার্ট হল খুলে দিলেও তিনি মাঝে মাঝে গরুদের জন্য গাইবেন।