গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মোড়ল মার্কেট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, উপজেলার চকপাড়া গ্রামের মোড়ল মার্কেট এলাকায় সুরুজ মিয়ার মালিকানাধীন তুলার গুদামে আগুন লেগেছে। আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।