যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি ও সামরিক পরিকল্পনা সংক্রান্ত গোপন নথিসহ শত শত নথির অব্যবস্থাপনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখাসহ মোট ৩৭টি অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ফ্লোরিডার পাম বিচে বিলাসবহুল বাসভবন মার-এ-লাগো’র বলরুমে, এমনকি বাথরুমেও রেখে দিয়েছিলেন ট্রাম্প। খবর: সিএনএন ও বিবিসি’র।
৪৯ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতিরক্ষা ও অস্ত্র সামর্থ্য, সামরিক হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সম্ভাব্য ঝুঁকির মতো বিষয়ের গোপন নথিপত্র বিভিন্ন বাক্সসহ নিজের ফ্লোরিডা এস্টেটের বলরুমে ও বাথরুমে রাখে ট্রাম্প। এছাড়া তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগও আনা হয়েছে।
তবে ২০২৪ সালে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে এরই মধ্যে প্রচারণা শুরু করা ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি অন্যায়ভাবে কিছু করেননি বলে দাবি করেছেন।
ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, অফিস ছাড়ার পরে তার শ্রেণিবদ্ধ নথি পরিচালনার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।