চট্টগ্রামের ইপিজেড থানার ব্যারিস্টার কলেজের পাশে হোসেন কমপ্লেক্সের চতুর্থ তলায় সাজ গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

শুক্রবার ( ৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে ফায়ার সার্ভিসে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, হোসেন কমপ্লেক্সের ৪র্থ তলায় আগুন লাগার খবর পাই দুপুর সাড়ে বারটার দিকে। কীভাবে আগুন লাগছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।