রাজবাড়ীর পাংশা উপজেলার ৩নং যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মণ্ডলকে (৪৮) চাল ও পাটের বীজ চুরির মামলায় জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করেছেন রাজবাড়ী জেলা দায়রা জজ আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে এ আদেশ প্রদান করেন আদালত।
সিদ্দিকুর রহমান উপজেলার যশাই ইউনিয়নের চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুল গফুর মণ্ডলের ছেলে।
জানা গেছে, গত বছরের ১৯শে এপ্রিল উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের পাংশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত গোডাউন থেকে ৩০ কেজি ওজনের ১৩৪ বস্তা সরকারি চাল এবং এক কেজি ওজনের ১৩৫ প্যাকেট পাটের বীজ উদ্ধার করেছিল পাংশা থানা পুলিশ।
ওই দিনই পাংশা মডেল থানার এস আই ননী গোপাল বাদী হয়ে আব্দুর রাজ্জাক শাহকে প্রধান আসামি এবং দুই নাম্বার আসামি যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ আরও অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে ৪০৬/৪০৯/৩৪ ধারায় মামলা করেন। যার মামলা নং ৬।
ওই ঘটনার পরে বরখাস্ত হন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসেন। গত মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজবাড়ীর বিশেষ আদালতে জামিনের আবেদন করলে আদালত তাকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে যশাই ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, করোনা ভাইরাসের পূর্বে যশাই ইউনিয়নের ভিরুমণ্ডলের ঘাট হতে কামালের বাড়ির দিকে আড়াই কিলোমিটার রাস্তা মেরামতের জন্য ৪ টন কাবিখার চাউলের ডিও হয়। করোনা ভাইরাস ও বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় চালগুলো আমার গোডাউনে রাখা হয়েছিল। আমি কোনো চাল চুরি করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে।