চীনের একটি রেস্তোরায় বিস্ফোরণে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার (২১শে জুন) রাতে চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

বিস্ফোরণেরসময় ওই রেস্তোঁরায় বহু মানুষ ছিলেন। ড্রাগন বোট ফেস্টিভ্যাল শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন তারা। চীনের সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনায় অন্তত ৩১জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তাদের। ঘটনাস্থলেই অন্তত সাতজনের চিকিৎসা চলছে, এমন ছবি চীনের সরকারি সংবাদসংস্থার ফুটেজে দেখা গেছে। আহতদের শরীর পুড়ে এবং কেটে গেছে। আরো কিছু মানুষকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ওই রেস্তোঁরায় পাইপের মাধ্যমে তরল গ্যাস আসতো। ওই পাইপেই ফুটো হয়ে যায় বলে স্থানীয় কমিউনিস্ট পার্টির কমিটি জানিয়েছে। চীনের টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, রেস্তোঁরার সামনের রাস্তাতেও কাচ এবং ধ্বংসবশেষ ছড়িয়ে আছে। আশপাশের কয়েকটি বাড়িও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যান্য রেস্তোঁরার পরিকাঠামোর দিকে নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।