চীন থেকে ২০১৯ সালের ডিসেম্বরে ছড়ানোর পর বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। করোনাভাইরাসের জন্মস্থান চীনে গত ২১ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির জিয়ান শহরে সংক্রমণ দ্বিগুণেরও বেশি হয়েছে। ফলে ১ কোটি ৩০ লাখ মানুষের শহর জিয়ানে পাঁচদিনের লকডাউন জারি করা হয়েছে।
চীনের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, সোমবার (২৭ ডিসেম্বর) দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬২ জনের। যা গত বছরের শুরুর দিকে ছড়িয়ে পড়া প্রাদুর্ভাবের লাগাম টানার পর একদিনে সর্বোচ্চ। এছাড়া ৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত জিয়ানে উপসর্গজনিত স্থানীয় সংক্রমণ শনাক্ত হয়েছে অন্তত ৪৮৫ জনের।
জিয়ানের সরকারি কর্মকর্তা হি ওয়েনকুয়ান বলেছেন, তিন দফায় গণহারে করোনা পরীক্ষার মাধ্যমে দ্রুততম সময়ে সংক্রমণ শনাক্ত করেছে জিয়ান। সংক্রমণের এই উচ্চ হার আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।