ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের জিম্মি করেছে রুশ সেনারা। এমন দাবি করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘রুশ সেনারা বর্তমানে চেরনোবিল কেন্দ্রের কর্মীদের জিম্মি করে রাখার বিশ্বাসযোগ্য খবরে আমরা ক্ষুব্ধ।’

জেন সাকি বলেন, ‘এটা বেআইনি এবং বিপজ্জনক জিম্মির ঘটনা, এ থেকে নিয়মিত সরকারি সেবা বিঘ্নিত হতে পারে যা পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা এবং রক্ষার জন্য প্রয়োজনীয়। আর নিশ্চিতভাবেই মারাত্মক উদ্বেগের কারণ।’ তিনি বলেন, ‘আমরা এর নিন্দা করি এবং তাদের মুক্তির অনুরোধ জানাই।’

তবে কতজন কর্মীকে জিম্মি করে রাখা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে ইউক্রেনের স্থল বাহিনীর উপদেষ্টা অ্যালিয়োনা সেভস্টোভা ফেসবুক পোস্টে লেখেন, চেরনোবিল কর্মীদের জিম্মি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা নিশ্চিত করেন চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। এই কেন্দ্রটিতেই ১৯৮৬ সালে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে।

ওই উপদেষ্টা বলেন, ‘এই পথে রাশিয়ানদের শুভবুদ্ধিহীন হামলার পর, বলা অসম্ভব যে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদ রয়েছে।’

ইউক্রেনের এক কর্মকর্তা জানান, রুশ বোমাবর্ষণে চেরনোবিলের তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বেড়েছে।

সূত্র: ফক্স নিউজ