কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাহমুদুল হাসান (৩৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার রহমানিয়া হাফেজিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহমুদুল হাসান উপজেলার ঢুষমারা থানার ডাটিয়ারচর এলাকার শরিফ উদ্দিনের ছেলে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে শিক্ষক মাহমুদুল হাসান। পরে সে পালিয়ে বাড়ি চলে যায়। সে তার মাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। এ ঘটনায় শিশুটির মা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করে। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে।