মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার আর মাত্র ৩ দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে রাজধানীর হাটগুলোতে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে পশু বিক্রি। কেননা এই ঈদে ধর্মপ্রাণ মুসল্লিরা যার যার সাধ্য অনুযায়ী প্রিয় পশু কোরবানি দিতে চেষ্টা করেন। গত বছরও মাঝারি সাইজের গরুর বেচাকেনা বেশি ছিল। তবে এবার ক্রেতা মানেই নজর ছোট গরুতে। তবে খাসি ছোট-বড় সব সাইজেই বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, গোখাদ্যের দাম বাড়ায় লালনপালনে ব্যয়ও বেড়েছে। তাই দাম কিছুটা বেশি। আগামী দুইদিনে বিক্রি বাড়বে বলে আশা করছেন ব্যাপারিরা।
গরু নিয়ে এমন ছুটোছুটি রাজধানীর কোরবানির হাটগুলোতে। পছন্দের গরুটি কেনার পর মালা পরিয়ে ক্রেতারা নিয়ে যাচ্ছে।
দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর হাটগুলোতে আনা হয়েছে গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা। ক্রেতারা আসছে তাদের পছন্দের পশুটি কিনতে।
এবারে বড় গরুর চাহিদা তুলনামূলক কম। মাঝারি আকারের গরুর ব্যাপারে আগ্রহ বেশি। নানা দামের ও আকারের গরু কিনে নিচ্ছেন ক্রেতারা। পছন্দের গরু কিনতে পরে খুশি তারা।
ব্যাপারিরা জানান, শুক্রবার বিকেলে হাটে ক্রেতা সমাগম বেড়েছে। গোখাদ্যের দাম বেশি থাকায় এবারে পশুর দাম কিছুটা বেশি চাইতে হচ্ছে।
গরুর পাশাপাশি কোরবানির জন্য চাহিদা রয়েছে ছাগল ও ভেড়ার। বিক্রি হচ্ছে দুম্বাও।
রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত গরু ও ছাগল রয়েছে। আগামী দুই দিন বিক্রি আরও বাড়বে বলে মনে করছেন হাট সংশ্লিষ্টরা।
এদিকে, গাবতলীর পশুর হাট পরিদর্শন শেষে র্যাবের কর্মকর্তারা জানান, নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর সব হাটেই। যে কোন ধরনের অপতৎপরতা রোধে র্যাব সতর্ক রয়েছে।