সামনেই সাফ’র আসর। আর সেই লক্ষ্যেই কম্বোডিয়াতে প্রস্তুতির জন্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলল বাংলাদেশ। মজিবুর রহমান জনির দুর্দান্ত গোলে স্বাগতিক কম্বোডিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এ জয়ে ভারতে অনুষ্ঠেয় সাফ টুর্নামেন্টের প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরে নিলো লাল-সবুজের শিবির। এর আগে, গত সেপ্টেম্বরেও কম্বোডিয়ার মাঠে তাদেরকে হারিয়েছিল জামাল ভূঁইয়ার দল।

বৃহস্পতিবার (১৫ জুন) কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে রোমাঞ্চকর হয়ে ওঠে খেলা।

ম্যাচের ২৪তম মিনিটে ব্যবধান গড়ে দেন ফর্টিস এফসির তরুণ মিডফিল্ডার জনি। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম গোল। দর্শকপূর্ণ স্টেডিয়ামে ম্যাচের বেশিরভাগ সময় রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশকে। শুরুর দিকে ব্যাপক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কম্বোডিয়া। বেশ কিছু সুযোগও তৈরি করে তারা। কিন্তু অক্ষতই থাকে সফরকারী গোলরক্ষক আনিসুর রহমান জিকোর গোলপোস্ট।

খেলা শুরুর ২৪ মিনিটের মাথায় বাংলাদেশকে উল্লাসে ভাসান জনি। ডান দিক দিয়ে প্রতি আক্রমণে উঠে ডি বক্সে দারুণ এক ক্রস করেন ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। বাতাসে ভেসে থাকা অবস্থায় বলে পা ছোঁয়ান জনি। প্রতিপক্ষের গোলরক্ষক কিও সোকসেলাকে ফাঁকি দিয়ে তার ভলি জড়ায় জালে।

এরপর প্রথমার্ধে লিড বাড়াতে পারেনি বাংলাদেশ। আর গোলরক্ষক জিকোর দুর্দান্ত পারফরম্যান্সে কম্বোডিয়াকেও ম্যাচে ফিরতে দেয়নি।

বিরতির পর দ্বিতীয়ার্ধে আবারও কিছুটা আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। অন্যদিকে কম্বোডিয়াও ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে। একের পর এক আক্রমণ রুখে দিতে থাকেন জিকো। তবে দারুণ খেলতে থাকা তারিক কাজী শেষ দিকে এসে দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে আর ম্যাচে ফিরতে পারেনি কম্বোডিয়া। বাংলাদেশ এতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।