বগুড়ার শেরপুরে একটি জলাশয় খননকালে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের বামুনিয়া নামের ওই জলাশয় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন আনুমানিক ৫৪ কেজি।
জানা যায়, শেরপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের আনিছুর রহমানের মালিকানাধীন প্রাচীন ওই জলাশয়টি পুনঃখননের কাজ চলছিল। সকালের দিকে খননকাজ চলাকালে কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি বের হয়ে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেয়। এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টি পাথর কিনা তা এই মুহুর্তে বলতে পারছি না। তবে এটি বিষ্ণুমূর্তি। কালো পাথরের ওই মূর্তির ওজন ৫৪ কেজি। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে থাকলেও তার দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী প্রত্বতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।