জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ বৃহস্পতিবার শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামী।
কনস্যুলেট জেনারেল মায়ামীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে যথাক্রমে ৫ থেকে ১১ বছর ও ১১+ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণেচ্ছুক শিশু-কিশোরদের নাম ও জন্ম তারিখ hoc.florida@mofa.gov.bd ইমেইলে প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আগামী ১৭ মার্চ ২০২২ তারিখ (বৃহস্পতিবার) বিকাল ৪.৩০ টা এর মধ্যে মায়ামীতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
চিত্রাঙ্কনের জন্য প্রয়োজনীয় আর্ট পেপার ও কালার পেনসিল/ক্রেয়ন কনস্যুলেট থেকে সরবরাহ করা হবে। কোনো অংশগ্রহণকারী ওয়াটার কালার ব্যবহার করতে চাইলে তা সাথে নিয়ে আসতে হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে উভয় গ্রুপে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।
চিত্রাঙ্কনের বিষয়ঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ
তারিখঃ ১৭ মার্চ ২০২২ (বৃহস্পতিবার)
প্রতিযোগিতার সময়ঃ বিকাল ৪.৩০টা – সন্ধ্যা ৬.৩০টা
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানঃ সন্ধ্যা ৬.৩০টা – রাত ৮.০০টা
ঠিকানাঃ
Consulate General of Bangladesh
760 NW 107th Avenue, Suite-320,
Miami, FL-33172