জাপানের রাজধানী টোকিওতে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াবিষয়ক আসর অলিম্পিক গেমসের ৩২তম আসর চলাকালেই শুক্রবার একটি ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সহিংস যেকোনো অপরাধের ঘটনা জাপানে খুবই বিরল। তবে চলমান অলিম্পিক গেমসের কারণে উচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই শুক্রবার টোকিওতে এই ঘটনা ঘটল। ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও হামলাকারীকে পরে আটক করেছে পুলিশ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে টোকিওর সেতাগায়া ওয়ার্ডে একটি কমিউটার ট্রেনে এই ছুরি হামলার ঘটনা ঘটে। এই এলাকাটি শহরটির পশ্চিমে অবস্থিত।

জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ছুরি হামলায় ২০ বছরের বেশি বয়সী এক নারী তার পিঠে মারাত্মক আঘাত পেয়েছেন। হামলার ঘটনা হওয়া এই স্থানটি অলিম্পিক গেমসের ঘোড়দৌঁড় সমন্ধীয় ইভেন্টের জন্য নির্ধারিত ভেন্যু থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।

হামলাকারী যুবকের বয়সও ২০-এর কোঠায়। হামলার পর সে পার্শ্ববর্তী একটি স্টোরে অবস্থান নেয় এবং পরে সেখান থেকে পুলিশ তাকে আটক করে। আটকের আগে ওই স্টোরের ম্যানেজারের কাছে তিনিই এই হামলার পরিকল্পনাকারী বলে দাবি করেন অভিযুক্ত যুবক। এছাড়া ট্রেনের মধ্যে থেকেই হামলায় ব্যবহৃত ছুরি ও অভিযুক্তের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এএফপি বলছে, জাপানে বন্দুক আইন খুবই কঠোর। তবে বিভিন্ন সময় অন্যান্য অস্ত্রের মাধ্যমে সেখানে সহিংস অপরাধের ঘটনা ঘটে থাকে।