গোপন বৈঠকের অভিযোগে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে শমসের পাড়ার মাজার গলির রাঙ্গুনিয়া বিল্ডিংয়ের নিচ তলা থেকে তাদের আটক করা হয়।
এসময় জামায়াত নেতারা গোপন বৈঠক করছিলেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক।
আটক ১৯ জনের মধ্যে জামায়াতে ইসলামীর চান্দগাঁও (উত্তর) ইউনিটের আমির হাসান মোহাম্মদ ইয়াসিন, সেক্রেটারি রফিক উদ্দিন, সহকারী বায়তুল মাল সম্পাদক এস্কান্দর রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, শমসের পাড়া এলাকার একটি বাসায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠকে জড়ো হয়েছে বলে আমরা তথ্য পাই। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। এ সময় বেশকিছু বই ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।