চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® মেডিকেল কলেজে (চমেক) আধিপতà§à¦¯ বিসà§à¦¤à¦¾à¦°à¦•à§‡ কেনà§à¦¦à§à¦° করে ছাতà§à¦°à¦²à§€à¦—ের দà§à¦‡ গà§à¦°à§à¦ªà§‡à¦° সংঘরà§à¦·à§‡ গà§à¦°à§à¦¤à¦° আহত দà§à¦¬à¦¿à¦¤à§€à§Ÿ বরà§à¦·à§‡à¦° শিকà§à¦·à¦¾à¦°à§à¦¥à§€ মাহাদী জে আকিবের (২১) জà§à¦žà¦¾à¦¨ ফিরেছে। তবে à¦à¦–নও তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হচà§à¦›à§‡à¥¤
গতকাল রোববার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশà§à¦šà¦¿à¦¤ করেছেন চমেক হাসপাতালের নিউরোসারà§à¦œà¦¾à¦°à¦¿ বিà¦à¦¾à¦—ের বিà¦à¦¾à¦—ীয় পà§à¦°à¦§à¦¾à¦¨ অধà§à¦¯à¦¾à¦ªà¦• à¦à¦¸ à¦à¦® নোমান খালেদ চৌধà§à¦°à§€à¥¤ তিনি বলেন, দà§à¦ªà§à¦°à§‡à¦° পরে তার জà§à¦žà¦¾à¦¨ ফিরেছে। কথাও বলেছে। অবসà§à¦¥à¦¾ কিছà§à¦Ÿà¦¾ উনà§à¦¨à¦¤à¦¿à¦° দিকে। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হবে।
আকিব আহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার বাদী ও চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® মেডিকেল কলেজের পঞà§à¦šà¦® বরà§à¦·à§‡à¦° ছাতà§à¦° তৌফিকà§à¦° রহমান বলেন, আকিবের অবসà§à¦¥à¦¾ উনà§à¦¨à¦¤à¦¿à¦° দিকে। আজ তার লাইফ সাপোরà§à¦Ÿ খà§à¦²à§‡ ফেলা হয়েছে। তার জà§à¦žà¦¾à¦¨à¦“ ফিরেছে। আকিবকে কোনো পà§à¦°à¦¶à§à¦¨ করলে উতà§à¦¤à¦° দিতে পারছে। তবে তার পà§à¦°à§‹à¦ªà§à¦°à¦¿ সà§à¦¸à§à¦¥ হতে অনেক সময় লাগবে।
à¦à¦° আগে চমেক হাসপাতালের নিউরোসারà§à¦œà¦¾à¦°à¦¿ বিà¦à¦¾à¦—ের বিà¦à¦¾à¦—ীয় পà§à¦°à¦§à¦¾à¦¨ অধà§à¦¯à¦¾à¦ªà¦• à¦à¦¸ à¦à¦® নোমান খালেদ চৌধà§à¦°à§€ বলেন, à¦à¦–ন আকিবের অবসà§à¦¥à¦¾ কিছà§à¦Ÿà¦¾ à¦à¦¾à¦²à§‹à¥¤ আইসিইউতেই তার চিকিৎসা চলছে। মাথার ডান দিকে আঘাতে হাড় à¦à§‡à¦™à§‡ গেছে। দীরà§à¦˜ সময় নিয়ে তার অপারেশন করা হয়েছে।
তিনি আরও বলেন, আকিবের মাথার হাড়ের à¦à¦•à¦Ÿà¦¿ অংশ বের করে পেটের মধà§à¦¯à§‡ রাখা হয়েছে। কিছà§à¦Ÿà¦¾ সà§à¦¸à§à¦¥ হলে হাড়ের অংশটি মাথায় পà§à¦°à¦¤à¦¿à¦¸à§à¦¥à¦¾à¦ªà¦¨ করা হবে। মাথার যে অংশে অপারেশন করা হয়েছে সেখানে à¦à¦–ন হাড় নেই। ওখানে যদি কেউ চাপ দেয়, তাহলে বà§à¦°à§‡à¦¨à§‡à¦° কà§à¦·à¦¤à¦¿ হবে। তাই বà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à§‡à¦œà§‡ লিখে রাখা হয়েছে, ‘হাড় নেই, চাপ দেবেন না’। সবাইকেই সতরà§à¦• করা হয়েছে। আশা করছি, আকিব পà§à¦°à§‹à¦ªà§à¦°à¦¿ সà§à¦¸à§à¦¥ হয়ে যাবে।
শà§à¦•à§à¦°à¦¬à¦¾à¦° রাতে ও শনিবার চমেক ছাতà§à¦°à¦²à§€à¦—ের দà§à¦‡ গà§à¦°à§à¦ªà§‡à¦° মধà§à¦¯à§‡ সংঘরà§à¦· হয়। সংঘরà§à¦·à§‡à¦° জের ধরে চমেক অনিরà§à¦¦à¦¿à¦·à§à¦Ÿà¦•à¦¾à¦²à§‡à¦° জনà§à¦¯ বনà§à¦§ ঘোষণা করা হয়। à¦à¦°à¦ªà¦° শিকà§à¦·à¦¾à¦°à§à¦¥à§€à¦¦à§‡à¦° দà§à¦°à§à¦¤ হল ছাড়ার নিরà§à¦¦à§‡à¦¶ দেওয়া হয়।
সংঘরà§à¦·à§‡ আকিবের আহত হওয়ার ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩০ অকà§à¦Ÿà§‹à¦¬à¦°) রাতে পাà¦à¦šà¦²à¦¾à¦‡à¦¶ থানায় মামলাটি দায়ের করেন কলেজের পঞà§à¦šà¦® বরà§à¦·à§‡à¦° ছাতà§à¦° তৌফিকà§à¦° রহমান। পাà¦à¦šà¦²à¦¾à¦‡à¦¶ থানার ডিউটি অফিসার à¦à¦¸à¦†à¦‡ সোহেল রানা ঠতথà§à¦¯ জানান।
মামলার à¦à¦œà¦¾à¦¹à¦¾à¦°à§‡ বলা হয়েছে, মারধরের à¦à¦•à¦ªà¦°à§à¦¯à¦¾à§Ÿà§‡ আকিবের মাথায় আঘাত করা হয়েছে। আকিবকে হকিসà§à¦Ÿà¦¿à¦• ও বোতল দিয়ে আসামিরা আঘাত করেছে।
চমেক সূতà§à¦°à§‡ জানা গেছে, সংঘরà§à¦·à§‡ জড়ানো à¦à¦•à¦Ÿà¦¿ পকà§à¦· চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® নগর আওয়ামী লীগের সাধারণ সমà§à¦ªà¦¾à¦¦à¦• আ জ ম নাছির উদà§à¦¦à¦¿à¦¨ ও আরেকটি পকà§à¦· শিকà§à¦·à¦¾ উপমনà§à¦¤à§à¦°à§€ বà§à¦¯à¦¾à¦°à¦¿à¦¸à§à¦Ÿà¦¾à¦° মহিবà§à¦² হাসান চৌধà§à¦°à§€ নওফেলের অনà§à¦¸à¦¾à¦°à§€ হিসেবে নিজেদের পরিচয় দেয়। আহত আকিব মহিবà§à¦² হাসান চৌধà§à¦°à§€ নওফেলের অনà§à¦¸à¦¾à¦°à§€ বলে জানা গেছে।