টোকিও অলিম্পিকে রিকার্ভ এককে এক পয়েন্টের জন্য হারতে হয়েছে রোমান সানাকে। এবার মেয়েদের এককে দিয়া সিদ্দিকীও তুমুল লড়াই করে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। ভাগ্যটা সহায় ছিল না ১৭ বছর বয়সী দিয়ার। আর তা থাকলে প্রথমবার অংশ নেয়া অলিম্পিকে তাক লাগাতেন নীলফামারীর মেয়ে দিয়া। কারন ঝানু প্রতিপক্ষকে তিনি টেনে নিয়ে গিয়েছেন টাইব্রেকার পর্যন্ত।

দিয়া অলিম্পিকের মঞ্চে একক লড়াইয়ের মূল পর্বে নেমেছিলেন প্রথমবারের মতো। তাতেই দিয়া সিদ্দিকী মুখোমুখি হয়েছিলেন দারুণ এক স্নায়ুক্ষয়ী লড়াইয়ের। অলিম্পিক আরচ্যারির নারী রিকার্ভ এককের নক আউট পর্বের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেলারুশের জিওমিনস্কায়া কারিনার কাছে হারলেন টাইব্রেকারে। শুট অফে গড়ানো ম্যাচে ৬-৫ সেট পয়েন্টে হেরে নিলেন বিদায়।

অথচ এই লড়াইয়ের আগে ১৭ বছর বয়সী দিয়া কাগজে কলমে কারিনার চেয়ে বেশ পিছিয়েই ছিলেন। নারী রিকার্ভ এককের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে কারিনার অবস্থান ৩১, আর দিয়ার? ১৫৫! ২৬ বছর বয়সী কারিনার অভিজ্ঞতার ঝুলিটাও বেশ সমৃদ্ধ। দুই বছর আগে দেশকে ইউরোপিয়ান গেমসে জিতিয়েছিলেন দলগত ইভেন্টের রূপা। আর দিয়ার অর্জন একটাই, কিছুদিন আগে বিশ্বকাপে রোমান সানার সঙ্গে মিলে জিতেছিলেন রূপা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রথম সেটে ২৩-২২ পয়েন্টে জিতে যান দিয়া। পরেরটিতে অবশ্য খেই হারাতে হয়েছে। হারতে হয়েছে ২৬-২৫ পয়েন্টে। তৃতীয় সেটে ২৫-২৫ পয়েন্টে সমানে সমান থাকেন। চতুর্থ সেটে ২৭-২৫ পয়েন্টে আবারও হার দেখেন। তবে পঞ্চম সেটে ২৭-২৫ পয়েন্টে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান বাংলাদেশের উদীয়মান আর্চার।

শুট অফে বেলারুশের কারিনা ১০ পয়েন্ট অর্জন করেন। আর দিয়া ৯ পয়েন্ট পেয়ে ছিটকে যান।

এর আগে রোমান সানা রিকার্ভ এককে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। আর রোমান ও দিয়া জুটি মিশ্র ইভেন্টে প্রথম রাউন্ডেই হেরে যান।