বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হলেন পেসার রুবেল হোসেন। বিসিবির নির্বাচক প্যানেল শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের স্ট্যান্ডবাই সদস্য হিসেবে ওমান গেছেন রুবেল। দলের ট্রেনিং ক্যাম্পে ছিলেন তিনি। মাসকাটে ওমান একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ একাদশ।

লাল-সবুজ জার্সি গায়ে ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি পেসার। তাকে মূল স্কোয়াডে যুক্ত করার কারণ অবশ্য জানায়নি বিসিবি।

শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে আগামীকাল (১১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যাবে বাংলাদেশ। আগামী ১৫ অক্টোবর আবারও ওমানে ফিরবে টাইগাররা। ওইদিন থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হবে।

আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের মুখোমুখি হওয়ার পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহ-মুশফিকরা। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজায় আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘মূল’ বিশ্বকাপ মিশন শুরু হবে।