কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—মিম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা। তারা বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস টেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে চলাচল করছে।