রাজধানী ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপের সময় তিন তরুণকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
গতকাল বুধবার একতা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
জানা গেছে, বুধবার সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই তিন তরুণ চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন।
পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী রুবেল হোসেন তা দেখে দৌড়ে গিয়ে হাতেনাতে তাদের তিন জনকে আটক করে এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিমানবন্দর চৌকিতে নিয়ে যান।
আসামিদের বিমানবন্দর রেলওয়ে পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়েছে। এ সময় বিমানবন্দর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ ফিরোজ উপস্থিত ছিলেন।