রাজধানীসহ সারাদেশে বাড়ছে ডেঙ্গুরোগী। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ি, গত ২৪ ঘন্টায় ৬৬ জন নতুন করে শনাক্ত হয়েছে। যাদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা। ডেঙ্গুতে এবছর মৃত্যু হয়েছে ৩ জনের। এদিকে, করোনায় গেলো দিনে মারা গেছেন ৭ জন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার করোনার বুষ্টার ডোজের ক্যাম্পেইন চলবে। একদিনে ৭৫ লাখ মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে।
রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগির সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে ৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন, যাদের ৪৪ জনই রাজধানীর। শনাক্তের হার প্রায় ৯৩ শতাংশ। আর সারাদেশে এই মুহুর্তে ডেঙ্গু রোগীর সংখ্যা ২৩৪ জন।
পরিস্থিতিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার দুুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের সাথে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না। সিটি কর্পোরেশন এবং সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
এদিকে, করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা প্রদানের লক্ষ্য পূরণ হলেও, বুস্টার ডোজ অনেকেই নেননি। তাই, মঙ্গলবার করোনার বুস্টার ডোজের ক্যাম্পেইন চলবে বলে জানান তিনি।
এছাড়া, দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনার টিকা ‘বঙ্গভ্যাক্স’ এর সকল মান নির্ণয় করে তবেই মানবদেহে প্রয়োগ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।