ডেঙ্গু সন্দেহে দুজনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ডেঙ্গুতে মৃত্যু কিনা তা নিশ্চিত হতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মৃত্যুর তথ্য পর্যালোচনা করার জন্য পাঠানো হয়েছে। ডেঙ্গু সন্দেহে মৃত্যুর ঘটনা এই বছরে এটাই প্রথম। বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে এসব জানা যায়। এছাড়া জুলাই মাসে এখন পর্যন্ত ৫৪১ জন শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ৬৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি ঢাকার বাইরে আরও একজন শনাক্ত হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী আছেন ২৬৬ জন। এর মধ্যে ঢাকায় ২৬৬ জন এবং ঢাকার বাইরে ২ জন। ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ৯১৪ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে ৬৪৬ জন ছাড়া পেয়েছেন। এই বছরের প্রথম ডেঙ্গু সন্দেহে দুজন ব্যক্তির তথ্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। মৃত দুজনের মধ্যে একজন ঢাকার এবং আরেকজন চট্টগ্রামের।