যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেটের ডেনভার শহরে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন। স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। এর পর পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন। খবর সিএনএনের।

পুলিশ জানায়, হামলাকারী দুই নারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহত হন একজন। এর পর ওই হামলাকারী গাড়িতে চড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় চিজম্যান পার্কে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনিও নিহত হন।

তার পর হামলাকারী ওয়েস্ট ডেনভারের কমিউনিটির ওপর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেকউড শহরে ওই বন্দুকধারী চতুর্থ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। এরপর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে আসার চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ।

এরপর হামলাকারী একটি হোটেলে প্রবেশ করলে পুলিশের সঙ্গে তার গোলাগুলি হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী। গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা ও হোটেলের কর্মকর্তা আহত হয়েছেন।