বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ চৌধুরী রাহী ও তাসকিন আহমেদ প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে কোণঠাসা করে রেখেছিল কিউইদের। জ্যাকব ভুলার ৫৭ রানের উপর ভর করে ম্যাচের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড একাদশ ৭ উইকেট হারিয়ে ১৪৬ রানে ইনিংস ঘোষণা করে। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের পক্ষে দ্বিতীয় দিনে ২ উইকেটই শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কোরবোর্ডে কোনো রান জোগ হওয়ার আগেই সাদমান ইসলাম সাজঘরে ফিরে যান। এরপর নাজমুল হোসেন শান্ত এবং জয় দ্বিতীয় উইকেটে দুজনের ৫০ রানের পার্টনারশিপ ভাঙে ৫৩ বলে ২৭ রান করে শান্ত বিদায় নিলে। দলীয় ৮২ রানে মুমিনুল হককেও হারায় সফরকারী দল। বিদায়ের আগে ২৭ বলে ৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
তবে জয় পূর্ণ করেন অর্ধশতক। ১৩১ বলে ১১টি চারের সহায়তায় ৬৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ের পর লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম ও লিটন দাস। পঞ্চম উইকেটে মুশফিক ও লিটন গড়েন ৭৪ রানের জুটি। ৯১ বলে ৬৬ রান করে থামতে হয় মুশফিককে। তার খানিক পর অর্ধশতকের আশা জাগানো লিটনও আউট হয়ে যান, ৬৮ বলে ৪১ রান করে। এরপর ইয়াসির আলী চৌধুরী রাব্বি ২১, তাসকিন আহমেদ ১০ ও মেহেদী হাসান মিরাজ অপরাজিত ২০ রান করেন।
৭৬.৪ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান জড়ো করে বাংলাদেশ, ম্যাচ অফিসিয়ালরা ড্র ঘোষণা করেন।