সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধনের একদফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল–সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
কোটাবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে স্থবির হয়ে গেছে পুরো রাজধানী। সকাল থেকেই রাজধানীজুড়ে বহু সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সড়ক ও রেলপথ এই অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত। এতে বহুমুখী দুর্ভোগে পড়েছে মানুষ।
হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনে বুধবার দেশজুড়ে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও চাকরি প্রত্যাশীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে আসেন সকাল পৌনে ১১টায়। এরপর সেখানে সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন তারা।
একই সময়ে রাজধানীর ১৭টি স্থানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে ঢাকার সাত কলেজ শিক্ষার্থীরা। সকাল সাড়ে দশটায় ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয়। এতে এই এলাকার সবগুলো প্রধান ও শাখা সড়ক বন্ধ হয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান উচ্চ আদলাতের আদেশ প্রত্যাখ্যান করে বলেন জানান, একদফা দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আন্দোলনকারীরা।
মহাখালীতে ফ্লাইওভারের ওপরে এবং নিচে সড়কে সকাল ১১টা থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। এ সময় বিমানবন্দর সড়কের দুদিক থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিমান্দবন্দরে যাওয়ার পথে অনেক যাত্রী আটকা পড়েন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়ায় রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ। সন্ধ্যা পর্যন্ত চলবে এমন পরিস্থিতি।
একই দাবিতে সকাল–সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা–আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। অসহনীয় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
কোটা পুনর্বহালের প্রতিবাদে ‘বাংলা ব্লকডের’ সঙ্গে সংহতি জানিয়ে ফের আগারগাঁও মোড় অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। এতে মিরপুর-ফার্মগেট ও মহাখালী-শিশুমেলা সড়ক যান চলাচল বন্ধ থাকায় দুই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক ও পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে আগারগাঁও মোড়ে অবস্থান করে সড়ক অবরোধ শুরু করেন।