রাজধানীর প্রগতি সরণিতে চলন্ত বাস থেকে ফেলে ১০ বছরের মেয়ে শিশুকে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার দিনগত রাতে আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ নভেম্বর কুড়িল প্রগতি সরণিতে রাইদা পরিবহণের একটি চলন্ত বাস থেকে পড়ে শিশুটি মারা যায়। মেয়েটির সুরত

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, সকাল সাড়ে ৭টায় বাস থেকে মেয়েটিকে ফেলে দিতে দেখেছেন তারা।

ঘটনার দিন নারী কনস্টেবল নাসরিন আক্তারের উপস্থিতিতে শিশুটির লাশের যে সুরতহাল হয়, সেখানেও পুলিশের মন্তব্য ছিল একই। সুরতহালে লেখা হয়েছে, ‘পারিপার্শ্বিক অবস্থা ও ভুক্তভোগী সম্পর্কে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনার কারণে শিশুটির মৃত্যু ঘটে থাকতে পারে। এরপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ লাশ বিভাগীয় প্রধান, ফরেনসিক বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলো।’

তবে সুরতহাল প্রতিবেদনে আরও দুটি বিষয়ের উল্লেখ ছিল। এক, শিশুর নাক দিয়ে রক্ত পড়ছিল। দুই, শিশুর যৌনাঙ্গের ওপরের অংশ ফোলা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।