সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন আর্জেন্টাইন তারকা গোলরক্ষক বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। আজ বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। তবে এই তারকা ফুটবলার কথা দিয়েছেন আবারও বাংলাদেশে আসবেন তিনি।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসে পৌঁছান ভোর সাড়ে ৫টায়। এরপর চলে যান নির্ধারিত হোটেলে। সেখান থেকে সকাল ৯টার দিকে চলে আসেন প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের কার্যালয়ে। যেখানে আমন্ত্রণ জানানো হয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বাজপাখির প্রতিকৃতি, পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাকে উপহার দিয়েছেন নিজের ব্যবহার করা বাংলাদেশ ক্রিকেট দলের একটি জার্সি।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বজয়ী গোলকিপার। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন তিনি।
তবে এবারের সফরে বাংলাদেশি ভক্তদের সাথে সাক্ষাতের সুযোগ পাননি মার্টিনেজ। তিনি বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কথা দিয়েছেন, আবারও বাংলাদেশে আসবেন পুরো আর্জেন্টিনা দলকে সঙ্গে নিয়ে এবং বাংলাদেশ দলের বিপক্ষে ফুটবল ম্যাচও খেলতে চান।