বঙ্গবন্ধু সেতুর উপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব দিকে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। আজ বুধবার ভোর রাত ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর সংঘর্ষ ও একটি পিক-আপ বিকল হয়। পিকআপটি সরাতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। এসব কারণে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখায়, ওই যানজট সৃষ্টি হয়েছে। এর আগেও কয়েক দফা টোল আদায় বন্ধ রাখা হয়। আর এতেই মহাসড়কে যানজট শুরু হয়।

এদিকে বেরসিক বৃষ্টি ও যানজটে চরম বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষেরা। বিশেষ করে বাস না পেয়ে খোলা ট্রাক ও পিক-আপে বাড়ি ফিরছেন তারা।

পরিবার নিয়ে খোলা ট্রাকে বাড়ি ফিরছেন করিম মিয়া। তিনি জানান, ট্রাকে উঠেছি বাস না পেয়ে, কিন্তু বৃষ্টি ঝামেলায় ফেলেছে। কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে। রাতে গাড়িতে উঠেছি, এখন সকাল ৯টা বাজে; এখনও এলেঙ্গাতেই আছি। পরিবার নিয়ে কি যে একটা খারাপ অবস্থায় আছি, তা বলে বুঝানো যাবে না।

অন্যদিকে বাস চালকদের ভাষ্য, ঢাকা থেকে যানজট ঠেলে আসছি। মহাসড়কে চার লেন হলেও এলেঙ্গার যানজট মহাসড়কে গিয়ে ঠেকেছে। খুবই নাজুক অবস্থা।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। গাড়ির টান শুরু হয়েছে; আশা করি, দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।