ভেন্যুতে কোনো দর্শকের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় ক্রীড়াঙ্গন অলিম্পিকের এবারের আসর। বৃহস্পতিবার অলিম্পিক আয়োজক কমিটি এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান। খবর আল জাজিরার।

এর আগে একইদিন জাপানের প্রধানমন্ত্রী টোকিওতে নতুন করে জরুরি অবস্থার ঘোষণা দেন। এই সময় থেকেই ধারণা করা হচ্ছিল-এবারের ঐতিহ্যবাহী অলিম্পিক শুরু হতে চলেছে দর্শক ছাড়া।

অলিম্পিকের এবারের আসরে আটশ মিলিয়ন ডলারের টিকিট বিক্রির পরিকল্পনা ছিল কমিটির। কিন্তু দর্শক ছাড়া আয়োজনের ফলে আয়োজক কমিটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

জাপানের অলিম্পিক মন্ত্রী তামায়ো মরুকাবা বলেন, ভেন্যুতে কোনো দর্শক ছাড়াই অলিম্পিক অনুষ্ঠিত হবে এ মর্মে আমরা একমত হয়েছি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের অর্থ হলো-এবার রুদ্ধদ্বার অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।

টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির সভাপতি সেইকো হাশিমোতো সাংবাদিকদের বলেন, সীমাবদ্ধ ফরমেটে এবারের গেমস অনুষ্ঠিত হবে। যারা ইতোমধ্যে টিকেট কেটেছেন তিনি তাদের নিকট ক্ষমা প্রার্থনা করেন।

গত বছরের ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত টোকিওতে অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় জাপান সরকার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অলিম্পিক স্থগিত করে। পরবর্তীতে চলতি বছরের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত টোকিও অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জাপানের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত করোনার সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার টোকিওতে নতুন করে জরুরি অবস্থার ঘোষণা দিয়ে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে টোকিওকে রক্ষা জরুরি।

গত মার্চ মাসে জাপানে একটি জরিপে দেখা যায়, দেশের ৭৭ শতাংশ মানুষ টোকিও অলিম্পিকে বিদেশি দর্শকের অংশগ্রহণের বিপক্ষে। মাত্র ১৮ শতাংশ জানান, বিদেশিদের নিয়ে তাদের কোনো সমস্যা নেই।