‘প্রেমে পড়া বারণ’, ‘ওরা মনেরও গোপন চেনে না’, ‘বসন্ত এসে গেছে’-সহ বেশকিছু গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে টলিউডের লগ্নজিতার কণ্ঠে। অন্যদিকে ঢাকার গায়ক আসিফ আলতাফের ‘আমার পাড়ায়’, ‘ঠিক হাজার বছর পর’, ‘জুতো’সহ বেশ কিছু গান ভিন্নধর্মী শ্রোতাদের কাছে পেয়েছে গ্রহণযোগ্যতা।
এবার বাংলার দুই শহরের দুই শিল্পী গাইলেন একসঙ্গে।
গানটির নাম ‘দূরত্ব’। আলতাফের লেখা ও সুরে সংগীতায়োজন করেছেন পাভেল অরিন। চলতি সপ্তাহে গানটি উন্মুক্ত হচ্ছে অন্তর্জালে।
‘দূরত্ব’ প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘গানটি অসম্ভব সুন্দর করে অ্যারেঞ্জ করেছেন পাভেল অরিন। আর লগ্নজিতার গাওয়ার বিষয়ে তো বলার অপেক্ষা রাখে না। আমরা মনেকরি এই দুঃসময়ে গান হচ্ছে একটি নিশ্বাস নেওয়ার জায়গা। অন্তত সেই অনুভূতিটা রয়েছে গানটিতে।’