কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মানুষকে ‘হত্যা’, ‘নির্যাতন’ ও আটকের প্রতিবাদে মঙ্গলবার (৩০শে জুলাই) বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেয় শিক্ষার্থীরা। কোথাও কোথাও মানববন্ধন করা হয়। হামলা ও হত্যার বিচারসহ নানা দাবিতে এসময় স্লোগান দিতে দেখা যায় তাদের। দেশজুড়ে বিক্ষোভের যে চিত্র তা নিচে তুলে ধরা হলো-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দুপুরে চোখে-মুখে লাল কাপড় বেঁধে মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। গুম, খুন, নির্যাতন ও শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে শিক্ষক সমাজের ব্যানারে মৌন মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী আন্দোলনের শিক্ষকরা বিক্ষোভ করে। পরে তারা রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে।
কিশোরগঞ্জ: দুপুরে কিশোরগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শহরের রেলস্টেশন থেকে মাথায় লাল ফিতা বেঁধে বিক্ষোভ নিয়ে পুরান থানা এলাকায় ইসলামিয়া মার্কেটের সামনে সমাবেশ করে তারা।
খুলনা: খুলনা নগরীর শিববাড়ী মোড়ে দুপুর ১২টায় বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলেনের শিক্ষার্থীরা। এতে হামলা ও হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
পঞ্চগড়: পঞ্চগড়ে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের সামনে যেতেই আটকে দেয় পুলিশ। পরে প্রতিবাদ সমাবেশ শেষে ফেরার পথে দুইজনকে তুলে নিয়ে যায় পুলিশ।